খালেদার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বৃহস্পতিবার

ডেক্স প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাঈদ বিন হাজার আল শেহি।

২১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে  জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এ সময় চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং দলীয় প্রধানের উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে ১৯ ডিসেম্বর  মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে সফররত তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে তুরস্কের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ইস্যু, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচনে বিএনপি ও সরকারের মনোভাব এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।