গুলশান, ধানমন্ডি ভ্যাট বিভাগে গোয়েন্দা হানা, ১৯ কোটি ১৩ লাখ টাকার ভ্যাট ফাকির অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, মামলা করার প্রক্রিয়া : টোটাল ১০ প্রতিষ্ঠানের ৫৫ কোটি টাকা ভ্যাট ফাঁকি, ভ্যাট কর্মকর্তাদের যোগসাজশ!গুলশানের ‘বেল্লা ইটালিয়ান’ এখন আশুলিয়ায় ‘লিটল ইটালি’ নামে জমজমাট

একুশে বার্তা রিপোর্ট : সরকারের ভ্যাট ফাকির প্রবণতা দিন দিন বাড়ছে। কোন কোন ভুয়া ভ্যাট বই নিজ উদ্যোগে ছাপিয়ে গ্রাহকদের থেকে আদায় করেও আত্মসাত করছে। গুলশান-১ ইতিপূর্বে ‘ বেলারা ইটালিয়ান পিজা’য় নিজেরা ভ্যাটবই ছাপিয়ে গ্রাহকদের থেকে ভ্যাট আদায় করে আত্মসাত করেছে বলে গুলশান ভ্যাট অফিস সে সময় অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানের সহযোগি প্রতিষ্ঠান এখন আশুলিয়ায় লিটল ইটালি নামে  পিজা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এবার গুলশান ভ্যাটডিভিশনে দুটি প্রতিষ্ঠানে ভ্যাট গোয়েন্দারা হানা দিয়ে প্রায় ১৬ লাখ টাকার ভ্যাট ফাকির ঘটনা উৎঘাটন করেছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। প্রতিষ্ঠান দুটি হলো ‘খান খাজানা হোটেল এবং  কামাল আতাতুর্ক এভিনিউতে সুরিয়া ট্রেড সেন্টারে অবস্তিত ‘বেহি ভিশন কেয়ার’। ধানমন্ডি ভ্যাট বিভাগে ভ্যাট গোয়েন্দারা হানা দিয়ে‘জাবেদ  হাবিব হেয়ার এন্ড বিউটি পার্লারে’ হানা দিয়ে ১ কোটি ১৭ লাখ৯৯ হাজার ১১০ টাকার ভ্যাট ফাকির নতিপত্র জব্দ করেছে। কাজি নজরুল ইসলাম এভিনিউতে ‘গ্রীন লাউন্হ’-এ হানা দিয়ে ভ্যাট গোয়েন্দারা ১৮ কোটি ১৯ লাখ ৮ হাজার ৪৮৬ টাকার ভ্যাট ফাকির উৎস খুজে পেয়েছে। কোটি কোটি টাকার ভ্যাট ফাকির সাথে স্ব স্ব ভ্যাট ডিভিশনের  বিভিন্ন সার্কেল রাজস্ব, সহকারি রাজস্ব কর্মকর্তারা জড়িত বলে গোয়েন্দারা খতিয়ে দেখছে। এসব পৃথক পৃথক অভিযানের সত্যতা স্বীকার করেছেন ভ্যাট গোয়েন্দার ডিজি ড. মঈনুল খান।

গোয়েন্দা সূত্রে জানা যায়,  গত জুলাই ও আগস্ট—এই দুই মাসে ১০ প্রতিষ্ঠানের ৫৪ কোটি ৮১ লাখ ২১ হাজার ৫৬৩ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সরকারের পাওনা এই ভ্যাট পরিশোধ না করলে প্রচলিত রাজস্ব আইনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। গত ১০ সেপ্টেম্বর এনবিআরে পাঠানো ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের শুরু থেকে ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নেমেছেন ভ্যাট গোয়েন্দারা। বছরে ১০০ কোটি টাকা বা এর বেশি লেনদেন হয়েছে, এমন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেনের সব তথ্য সংগ্রহ করেছেন ভ্যাট গোয়েন্দারা। এসব প্রতিষ্ঠানের ভ্যাট রিটার্নের তথ্যের সঙ্গে ব্যাংকিং লেনদেনের তথ্য মিলিয়ে দেখছেন ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট রিটার্ন থেকে আমদানি-রপ্তানি, উৎপাদিত পণ্যের উপকরণ কেনা, পণ্য বিক্রির তথ্যসহ প্রয়োজনীয় তথ্য ব্যাংকিং লেনদেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকিং লেনদেনের ভ্যাট রিটার্নে দেওয়া তথ্যের সঙ্গে বড় ধরনের গরমিল রয়েছে, এমন ৪৩টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছেন ভ্যাট গোয়েন্দারা। এসব প্রতিষ্ঠানের মধ্যে গত জুলাই ও আগস্ট মাসে ১০ প্রতিষ্ঠানের কারখানায় অভিযান চালিয়ে গোয়েন্দারা আয়-ব্যয়, ক্রয়-বিক্রয়সহ অন্যান্য হিসাবের কাগজপত্র জব্দ করেন। জব্দ কাগজপত্র তদন্ত শেষে এই ১০ প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান  জানান, ‘গত দুই মাসে ১০ প্রতিষ্ঠানের ৫৪ কোটি ৮১ লাখ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। সরকারের পাওনা পরিশোধ না করলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে।’

তিনি আরো বলেন, ‘সাধারণ মানুষের কাছ থেকে পণ্যের দামের সঙ্গে ভ্যাট আদায় করেও কিছু অসাধু ব্যবসায়ী সরকারি কোষাগারে হিসাবের চেয়ে অনেক কম পরিমাণে ভ্যাট জমা দিচ্ছেন। কেউ দিচ্ছেনও না। এসব প্রতিষ্ঠানের ব্যাংকিং লেনদেনের সঙ্গে ভ্যাট রিটার্নের তথ্যের বড় ধরনের গরমিল রয়েছে।’

ভ্যাট ফাঁকি দেওয়ার তথ্য-প্রমাণসহ এনবিআরে পাঠানো ওই প্রতিবেদনে যে ১০ প্রতিষ্ঠানের নাম রয়েছে, এর মধ্যে অন্যতম হলো গত ১২ জুলাই ঢাকার মোহাম্মদপুরের নিজাম ইলেকট্রিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কোটি ৪২ লাখ ৬৮ হাজার ৭৮০ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে। ১৪ জুলাই রাজধানীর গুলশান-২-এর খানা খাজানা, প্রতিষ্ঠানটির ৯ লাখ ৩৬ হাজার ৭৮৬ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। ২৮ জুলাই রাজধানীর কদমতলীর মেসার্স শরীফ ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজের তিন কোটি ৮৪ লাখ দুই হাজার ৩৬২ টাকার ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩৭৪ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ভ্যাট ফাঁকির পরিমাণ চার কোটি ৩৬ লাখ ছয় হাজার ৭৩৬ টাকা। গত ১৬ আগস্ট ধানমণ্ডিতে জাবেদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি পার্লারের এক কোটি ১৭ লাখ ৯৯ হাজার ১১০ টাকার ভ্যাট ফাঁকির তথ্য পাওয়া যায়। ১৭ আগস্ট ঢাকার কামাল আতাতুর্ক এভিনিউয়ের সুরিয়া ট্রেড সেন্টারের বেহি ভিশন কেয়ারের পাঁচ লাখ ৯২ হাজার ৮৩০ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। ভ্যাট গোয়েন্দারা প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন ১৯ লাখ এক হাজার ৮৫৭ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট ভ্যাট ফাঁকির পরিমাণ ২৪ লাখ ৯৪ হাজার ৬৮৭ টাকা। ২৫ আগস্ট কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের গ্রিন লাউঞ্জ নামের প্রতিষ্ঠানটির ১৮ কোটি ১৯ লাখ আট হাজার ৪৮৬ টাকা ভ্যাট ফাঁকির তথ্য-প্রমাণ পাওয়া গেছে। গোয়েন্দারা ভ্যাট ফাঁকি দেওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন পাঁচ কোটি ৭১ লাখ ২২৯ টাকা। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির ভ্যাট ফাঁকির পরিমাণ ২৩ কোটি ২৬ লাখ ৯ হাজার ৭১৫ টাকা। নিজস্ব সূত্র/ কালের কন্ঠ