স্টাফ রিপোর্টার : ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা বিঘ্নিত হয়ে পড়ে। ভোর ৫টা থেকে কুয়াশার তীব্রতা আরো বেড়ে যায়। এর ফলে প্লোন ওঠা-নামায় সমস্যার সৃষ্টি হয়। সকাল পৌনে ১০টা পর্যন্ত এ অবস্থা চলতে থাকে।প্রেন ওঠা- নামা সাময়িকভাবে বিঘ্নিত হলেও সকাল ১০ টার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে একাধিক ফ্লাইট ঢাকার আকাশে বার বার চক্কর দিয়ে অবতরণে ব্যর্থ হয়। ঠিক তেমনিভাবে ব্যাহত হয় উড্ডয়নও।
শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। একইভাবে সিঙ্গাপুর থেকে রওনা হওয়া ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে চট্টগ্রামে।
মৌসুমের প্রথম কুয়াশায় শাহজালালে বিমান উড্ডয়ন- অবতরনে বিপর্যস্ত অবস্থার বিষয়ে বিমানবন্দরের উপপরিচালক মোশাররফ হোসেন একুশে বার্তাকে বলেন, সকাল সাড়ে ৬টা থেকে সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ ঠছল বিষয়টি আমার জানা নেই, খবর নিয়ে জানাবো।