চতুর্থবার এটর্নি জেনারেলকে চিরকুট লিখে হত্যার হুমকি : থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক : চতুর্থবারের মতো এটর্নি জেনারেল মাহবুবে আলমকে চিরকুট লিখে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় ৭ ডিসেম্বর রাতেই শাহবাগ থানায় জিডি করা হয়েছে। এটর্নি জেনারেলের একান্ত সচিব কবীর আহমেদ জিডির বাদী হয়েছেন। জিডিতে বলা হয়েছে, ৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টার দিকে এটর্নি জেনারেল দপ্তর বরাবর তিন পৃষ্টার একটি চিঠি আসে। সাথে ছোট্র একটা চিরকুটও থাকে। তাতে লেখা রয়েছে ‘ আপনার সময় ঘনিয়ে এসেছে, এখন তৈরি থাকুন জাহান্নামের জন্য’। শাহবাগ থানা পুলিশ জিডির তদন্ত করছে।
উল্লেখ্য, এর আগেও এটর্নি জেনারেলকে তিনবার হত্যার হুমকি দেয়া হয়েছিল। ২০১৩ সালের ২২ অক্টোবর, ২০১৫ সালের ৯ আগস্ট এবং ২০১৬ সালের ৩০ মে তাকে চিরকুট দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।করাকরা