ঢাকা-১৮ উপনির্বাচনে জামালপুরের শাহজাহান আলী মণ্ডলের মনোনয়ন সংগ্রহ, আলোচনায় ৩৩ জন : দলের অনুকম্পা পেতে ২০-১৪ গরু জবাই করে কাংগালিভোজ

একুশে বার্তা রিপোর্ট : ঢাকা১৮ উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নমিনেশন প্রত্যাশী শাহজাহান আলী মণ্ডল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি ঢাকা বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি। সোমবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শাহজাহান আলী মণ্ডল

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সাংসদ। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়।

মো. শাহজাহান আলী মণ্ডলের রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৮ সাল থেকে জামালপুর ইসলামপুর কলেজের প্রধান সমন্বয়ক হিসেবে। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। ২০০৮ সালের সংসদ নির্বাচনে অ্যাডভোকেট সাহারা খাতুনের নির্বাচন পরিচালনায় অংশ নেন তিনি।

ঢাকা-১৮ সহ আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সোমবার ছিলো প্রথম দিন। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে যা চলবে ২৩ আগস্ট পর্যন্তএ দিকে এ আসনে আ’লীগের ৩৩ জন প্রার্থী মনোনয়ন কিনবেন বলে এক আ’রীগ নেতা আলাপচারিতায় জানান। এওেদর মধ্যে ১নং ওয়র্ডি কমিশনার ২০টি গরু ও মুরগিিএবং মহানগর আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ১৪ টি গরু জবাই করে ১৫ আগস্ট উত্তরায় কাংগালিভোজের আয়োজন করেন বলে এক নেতা জানান।