সংবাদদাতা : বগুড়ার ধুনটের সরুগ্রামে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ৪১তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। ১৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৮টা ৫৮ মিনিট থেকে ৯টা ৮ মিনিট পর্যন্ত মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা এবং আল্লাহর দরবারে গুনাহ মাফ চেয়ে মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা হযরত ফারুক। মোনাজাতের সময় লাখো ধর্মপ্রাণ মুসল্লির কান্না ও আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান। বুধবার বাদ আসর কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মালেকের উদ্বোধনী আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। প্রতিবছরের মতো এবারও সৌদি আরব, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মরক্কো, ফিলিপাইনসহ ৬-৭টি বিদেশি জামাত ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি জামাতবন্দি হয়ে অংশ নেন। মোনাজাতের আগে হেদায়েতের বয়ান করেন ঢাকার কাকরাইল মসজিদের মুরব্বি মাওলানা আব্দুল মতিন।
তিনি তার বয়ানে ঈমান ও আমল মজবুত করতে মুসল্লিদের বিশ্বনবী হযরত মোহাম্মদের (সা) সুন্নত ও আদর্শ নিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার আহ্বান জানান। ইজতেমার আয়োজক কমিটির শুরা সদস্য হুমায়ুন কবির জানান, ইজতেমায় প্রায় লাখো মুসল্লি অংশগ্রহণ করেছেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা শেষ হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)