নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট : সরকারের হাতেই থাকছে নিয়ন্ত্রণ! অভিযুক্ত কর্মকর্তার উপরের পদের কেউ তদন্ত করবেন : সাময়িক বরখাস্তের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর : বিধিমালায় মোট ৭টি অধ্যায় এবং ৩৫টি ধারা রয়েছে

ডেক্স প্রতিবেদন : সরকারের হাতে নিয়ন্ত্রণ রেখেই নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। ১১ ডিসেম্বর সোমবার বিকালে এ প্রজ্ঞাপন জারি করে তা গেজেট আকারে প্রকাশের জন্য সরকারি প্রেসে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। রাতেই গেজেট প্রকাশ হয়েছে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ১১ ডিসেম্বর সোমবার সাংবাদিকদের বলেন, শৃঙ্খলাবিধির গেজেট হয়ে গেছে। কিছুক্ষণ আগে প্রকাশ শুরু হয়েছে। তিনি বলেন, এসকে সিনহার কারণেই বিচারকদের শৃঙ্খলাবিধির গেজেট প্রকাশ করতে বিলম্ব হল।

এ বিধিমালা অনুযায়ী অধস্তন বিচার বিভাগের কর্মকর্তাদের শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত হবে। গেজেটে ‘উপযুক্ত কর্তৃপক্ষ’ অর্থ রাষ্ট্রপতি বা তৎকর্তৃক সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদ অনুসারে প্রণীত রুলস অব বিজনেস-এর আওতায় সার্ভিস প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বা বিভাগকে বোঝানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন বিশেষজ্ঞরা বলেন, অধস্তন আদালতের শৃঙ্খলাবিধির ওপর কার্যত সরকারেরই নিয়ন্ত্রণ থাকছে। কারণ সার্ভিস সদস্যদের প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় বলতে আইন মন্ত্রণালয়কেই বোঝানো হয়েছে।