একুশে বার্তা রিপোর্ট : কোটি টাকার ওপরে ভ্যাট ফাকির অভিযোগে নারায়ণগঞ্জে মশার কয়েল ভর্তি একটি ট্রাক আটক করেছে ভ্যাট গোয়েন্দাদের টহল দল। এটা তাদের দ্বিতীয় অভিযান। জড়িত শারমিন ক্যামিক্যালের তৈরি মশার কয়েলের ওপর ভ্যাট ফাকির অভিযোগে প্রথমবর ওই প্রতিষ্ঠানের পণ্য জব্দ করে। এর সাথে ভ্যাট পূর্ব কমিশানারেট-এর কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তার যোগসাজশের বিষয়টি গোয়েন্দারা খতিয়ে দেখছে। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থেকে ট্রাকটি আটক ভ্যাট গোয়েন্দারা। ভ্যাট ফাঁকি দিয়ে মশার কয়েল পরিবহনের অভিযোগে একটি ট্রাকটি আটক করা হয়ছে।।
ট্রাকটি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার শারমিন কেমিক্যাল থেকে কয়েল নিয়ে কুমিল্লা রওনা হয়েছিল।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দাদের দল বৃহস্পতিবার রাতে মিজমিজি এলাকায় ট্রাকটি গতিরোধ করে। কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট পরিশোধ না করে কারখানা থেকে বের করা হয়েছে।”
ট্রাকে শারমিন কেমিক্যাল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল এবং একটি ভুয়া ভ্যাট চালান ছিল বলে জানান তিনি।
আটক ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে।
মইনুল খান বলেন, “শারমিন কেমিক্যাল ওয়ার্কসের বিরুদ্ধে আগেও এক কোটি ২০ লাখ টাকা ভ্যাট ফাঁকির মামলা হয়েছিল।”
বৃহস্পতিবার আটক করা পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়ের করা হবে জানান তিনি।