স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার বাংলাদেশ বিমাননের একটি ফ্লাইটে তিন দিনের সফরে ঢাকায় আসছেন খ্রিস্ট ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।বিমানবন্দরে তাকে দেয়া হচ্ছে ভিভিআইপি নিরাপত্তা। পোপের আগমন উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত রাখতে মহানগর পুলিশ গত ২২ নভেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করেছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। নিরাপত্তায় এসএসএফ-এর পাশাপাশি পুলিশ ও র্যাব। এছাড়া সকল ভেন্যু, হোটেল ও বিমানবন্দরকেন্দ্রিক মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। তাঁর গমনাগমনকালে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছড়া স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত হয়েছে সোয়াট ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। অপরদিকে পোপের সঙ্গে থাকছে অস্ত্রসহ তাঁর ব্যক্তিগত নিরাপত্তা সদস্যরা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিকাল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। পোপের বাংলাদেশে আগমন উলক্ষে রাজধানীতে চলছে পুলিশের বিশেষ অভিযান (ব্লক রেইড)। আবাসিক হোটেলসহ নগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। সূত্র জানায়, পোপের সফরে দেড় লাখ বিশেষ ধরনের নিরাপত্তা কার্ড তৈরি করা হয়েছে। কার্ডগুলো তৈরি করেছে টাইগার আইটি। ৯ রঙের কার্ড তৈরি করা হয়েছে। অনুষ্ঠানে প্রবেশ করার সময় এ কার্ড ব্যবহার করতেই হবে। এর বিশেষত্ব হলো, এ কার্ড যিনি বহন করবেন, তার গতিবিধি সহজেই চিহ্নিত করা যাবে। তবে এ কার্ড একবারই কার্যকর থাকবে
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)