বিমানবন্দরে বোমাতংক : সাড়ে ৪ ঘন্টার নিস্ফল অভিযানের যবনিপাত : থ্রেট আসে পাকিস্তান থেকে এপিবিএন পুলিশের হোয়াটসআপে: বোমা, বোমা সদৃশ্য কিছু মিলেনি

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল বিমানবন্দরে বিজি-৩৫৬ ফ্লাইটে বোমাতংকের সাড়ে ৪ ঘন্টার নিস্ফল অভিযানের যবনিপাত ঘটেছে। বোমা বা বোমা সদৃশ্য কিছু পাওয়া যায়নি বলে বেবিচক সূত্রে জানা যায়। বোমাতংকের থ্রেট আসে পাকিস্তান থেকে বাংলাদেশের এপিবিএন পুলিশের এক পুলিশ কর্মকর্তার হোয়াটস আপ নম্বরে। তবে ফোনকারিকে সনাক্ত করা যায়নি।
এ দিকে সাড়ে ৪ ঘন্টা নিস্ফল অভিযানের পর যাত্রীদের ল্যাগেজ ফিরিয়ে দেয়া, দুপুর ২ টায় যাত্রীরা স্ব স্ব গন্তব্যে চলে যান। আতংক সৃষ্টি করার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে কিনা- খতিয়ে দেখা হচ্ছে। না এর নেপথ্যে কোন কারণ লুকিয়ে আছে- তাও তদন্ত সংস্থা খতিয়ে দেখছে।
উল্লেখ্য, উক্ত ফ্লাইটে ২৫০ যাত্রী ও ১৩ ক্রু ছিল। বিমানটি রোম থেকে ঢাকায় আসে।