বেবিচক : অভিভাবকদের বিরুদ্ধে কোমলমতি ছাত্রছাত্রীদের রাস্তায় নামিয়ে মানবন্ধন, স্বেচ্ছাচারি, স্বজনপ্রীতি , বৈষম্য সৃষ্টিকারি সিন্ডিকেড প্রধান, দুর্ব্যবহারকারি অধ্যক্ষর অবসান দাবি : বদলির ৭ মাস পরও অধ্যক্ষ বহাল

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকের অধীন কাওলার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার মো. মনিরুজ্জামানকে গত ২৩.০৫.২০২৪ তারিখে বদলি করে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়ার প্রঙাপন জারি করা হয়।
উইং কমান্ডার সৈয়দ এনামুল হককে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে গত ২৩ মে/২০২৪ প্রঙাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রঙাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসনের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ।
কিন্ত ৭ মাসেও তা কার্যকর করা হয়নি। কোন খুটির জোরে অধ্যক্ষ মনিরুজ্জামান এখনও কাওলার সিভিল এভিয়েশন স্কুলে বহাল তা নিয়ে প্রশ্ন ওঠেছে।
এ দিকে অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচছাচারি ও দুর্ব্যবহারকারি, স্বজনপ্রীতি, বৈষম্য সৃষ্টিকারি সিন্ডিকেড প্রধান, অভিভাবকদের বিরুদ্ধে স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তায় নামিয়ে মানববন্ধন করানো -ইত্যাকার অভিযোগে অধ্যক্ষ মনিরুজ্জামানকে সরিয়ে না নেয়ায় কর্মচারিরা মানববন্ধন আহবান করেছে।
এর আগে কর্মচারিরা অধ্যক্ষর অপসারণ দাবিতে বেবিচক চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেন।