স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকে আবারও আওয়ামী দোসরদের পদোন্নতি দেয়ার পায়তারা করা হচ্ছে । বদলিকৃত মেম্বার অপস এবং মেম্বার এফএসআর ভুমিকা রাখবেন, চেয়ারম্যানকে ম্যানেজ করে আওয়ামী দোসরদের পদোন্নতি দেয়া হবে- এমন গুনজন শোনা যাচ্ছে বেবিচকে। এ নিয়ে আজ ৫ সেপ্টেম্বর পদোন্নতি কমিটির বৈঠক বসছে, এই বৈঠকে ওদের ডিপিসির ব্যাপারটা চুড়ান্ত হতে পারে।। এই আওয়ামী দোসররা বিতর্কিত উপপরিচালক রাশিদা সুলতানার ফোরামের লোক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন পরিচয়ধারি এই রাশিদা সুলতানা সাবেক চেয়ারম্যানকে বলেকয়ে আওয়ামী দোসরদের উপপরিচালকের চলতি দায়িত্বে নিয়োজিত করার ব্যবস্থা করান বলে বেবিচকে ব্যাপক গুনজন শোনা যায়। আওয়ামী দোসর চলতি দায়িত্বের ডিডি হাতেগোনা মাত্র ৫ জন রাশিদার কাছের লোক- এ কথা বেবিচকে ব্যাপক ছড়িয়ে পড়েছে। রাশিদাকে কর্মচারিরা লান্ঞিত করার দিন এরা অফিস থেকে সটকে পড়েন। এরা হচ্ছেন চলতি দায়িত্বের ডিডি আনোয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান, কামরুজ্জামান, আনন্দ মন্ডল, এরা দীর্ঘদিন একই পোস্টে কর্মরত, বদলি করা হয় না।
এই আওয়ামী দোসরদের পদোন্নতি দেয়ার ব্যাপারে বেবিচক কর্তৃপক্ষ মরিয়া হয়ে ওঠেছে। এতে বেবিচকে কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে উত্তেজনা, ক্ষোভ বিরাজ করছে। এদের পদোন্নতি দিলে আশান্ত পরিবেশ হতে পারে বলে অনেকে আশংকা করছেন। কিন্ত বদলিকৃত মেম্বার অপস এবং মেম্বার এফএসআর এদের পদোন্নতি দেয়ার ব্যাপারে কিছুটা বদনাম হলেও ডিটারমাইন্ড। এই দুই মেম্বার চেয়ারম্যানকে ম্যানেজ করার চেষ্টা করবেন বলে জানা যায়।
এ দিকে বেবিচক কর্মচারিরা জটলা করছে, আওয়ামী দোসরদের পদোন্নতিতে কর্মচারীরা মানববন্ধন-সমাবেশ করতে পারে বলে জানা যায়।
এই আওয়ামী দোসরা রাশিদা সুলতানার নেতৃত্বে রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গত ১৫ বছর যাবত অনেকের পদোন্নতি আটকে দেয়। একজনকে ঢাকার বাইরে বদলি করান বলে জানা যায়। এই ভুক্তভোগিরা এখনও পদোন্নতি পায়নি।
এ দিকে বেবিচক কর্মকর্তা ওমর শরীফের ডিপিএস হয়েছে, একটি অভিযোগে তার পদোন্নতি আটকে রাখা হয়েছিল, তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় তার পদোন্নতি দেয়ার ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে।। গত ৪ সেপ্টেম্বর তার ডিপিসি হয়। আজকের ডিপিসি বৈঠকে ২০-৩০ জন এডির ডিডি পদে পদোন্নতির বিষয়টি ওঠবে বলে জানা যায়।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
