স্টাফ রিপোর্টার : একটানা প্রায় ৪ বছর বহাল থাকার পর অবশেষে হযরত শাহজালাল বিমানবন্দরে ইডি পরিচালক ও পরিচালক এভসেক দু‘জনকেই বদলি করা হলো। গত ০৭ তারিখে বদলি করা হয় ইডি পরিচালক কামরুল ইসলামকে। ৩ দিন পর ১০ এপ্রিল এভসেক পরিচালক উইং কমান্ডার জাহাংগীর হোসেনকে বদলি করে বিমান বাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে। এই দুই কর্কর্ার কর্কান্ড নিয়ে গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়। অবশেষে কর্ৃপক্ষের টনক নড়ে, এদেরকে অবশেষে সরিয়ে নেয়া হলো।
গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদকে প্রেষণে শাহজালাল বিমানবন্দরের নতুন ইডি পরিচালক নিয়োগ করা হয়।
এ ব্যাপারে ০৭ এপ্রিল এক প্রঙাপন জারি করা হয়্। একই প্রঙাপনে সদস্য এটিএম এয়ার কমোডর একেএম জিয়াউল হককে বদলি করে নতুন করে সদস্য এটিএম হিসেবে বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-ই -আলমকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
একই প্রঙাপনে পরিচালক প্রকৌশল এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট এয়ার কমোডর মো. মনিরুল ইসলামকে বদলি করে গহ্রুপ ক্যাপ্টেন মনজুর-ই আলমকে পরিচালক প্রকৌশল করা হয়েছে।
এ দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন উইং কমান্ডার জাকারিয়া মাহবুব।
বিমানবাহিনীর কর্মকর্তা জাকারিয়া মাহবুবকে প্রেষণে এ নিয়োগ দিয়ে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (এভসেক) উইং কমান্ডার মো. জাহাঙ্গীর হোসেনকে বিমানবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।