মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খানের মৃত্যুতে চিফ হুইপের শোক

ডেক্স রিপোর্ট : মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন খান (৭৫) সোমবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ত্যাগী এই নেতার মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এই বীর মুক্তিযোদ্ধাকে জাতির বীর সন্তান উল্লেখ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।