মে পর্যন্ত করোনায় আক্রান্ত হতে পারে ৫০ হাজার মানুষ: আইইডিসিআর

ডেক্স রিপোর্ট  : রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, আগামী ৩১ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হতে পারে ৪৮ থেকে ৫০ হাজার। আর এই ভাইরাসের সংক্রমণে মারা যেতে পারে এক হাজার মানুষ। ডিবিসি টিভি

রোববার (৩ মে) সচিবালয়ে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একথা জানায় আইইডিসিআর। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নিয়েছেন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ, এফবিসিসিআই এবং পুলিশের আইজিসহ আইইডিসিআর এর কর্মকর্তাবৃন্দ।