শাহজালালের কার্গোভিলেজে থার্মাল যন্ত্র দীর্ঘদিন যাবত নষ্ট : প্রবেশ পথে নেই নিরাপত্তা চেকিং : ২ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত : জীবনের ঝুকি নিয়ে ডিউটি করছে সিএএবি, বিমান, কাস্টমসসহ শত শত কর্মকর্তা-কর্মচারি

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রফতানিজনিত কার্গোভিলেজ দেশের অর্থনীতির চাকা সচল রাখার স্বার্থে একদিনের জন্যও কার্গো ফ্লাইট বন্ধ করা হয়নি। কিন্ত কার্গো ভিলেজে জ¦র মাপার থার্মাল মেশিন দীর্ঘদিন যাবত নষ্ট। প্রবেশ পথে নেই নিরাপত্তা চেকিং মেশিন। ফলে প্রতিদিন ২৪ ঘন্টা জীবনের ঝুকি নিয়ে কাজ করছেন সিবএএবি, বিমান, বিভিন্ন এয়ার লাইন্স জনবল , কাস্টমস সরকারসহ বিভিন্ন সংস্থার শত শত কর্মকর্তা-কর্মচারি। আর এতে সিএএবির দুই নিরাপত্তাকর্মী করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। প্রতিদিনই অজানা আতংক বাড়ছে। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে..