শাহজালালে বিদেশগামি যাত্রী হয়রানি : ভিসা টিকিট পাসপোর্ট চেকের নামে যাত্রীদের অহরহ অফলোড

একুশে বার্তা রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামি সাধারন যাত্রীরা অহরহ হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ ওঠেছে। যাত্রীদের ভিসা,টিকিট, পাসপোর্ট চেক করার নামে সময়ক্ষেপন করে ফ্লাইট মিস করানো হচ্ছে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীদের যাত্রা বিরতি বা অফলোড করে নোটিশ করে তাদের পাসপোর্ট আটকে দেয়া হচ্ছে। আটককৃত পাসপোর্ট মালিবাগ এসবি অফিস থেকে আনতেও আবার হয়রানির শিকার হতে হচ্ছে। এতে করে সংশ্লিষ্ট যাত্রীদের টিকিটের টাকা মার যাচ্ছে। অনেকের ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, অফলোডের কারনে বিদেশে যেতে না পেরে সংশ্লিষ্ট বিদেশি কোম্পানি থেকে তারা চাকরিচ্যুত হচ্ছেন। শাহজালালে এ ধরনের ঘটনা অহরহই ঘটছে, কিন্ত প্রতিকার হচ্ছে না।
বিমানবন্দরের একাধিক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট বিদেশগামি যাত্রীর সংশ্লিষ্ট এয়ার লাইন্সের কাউন্টারে নিরাপত্তা চেকিং, ইমিগ্রেশনর সীলমারা এবং বোর্ডিং ব্রীজ পর্যন্ত যাবার পর আইনেস বা শেষ নিরাপত্তা চেকিং শেষে যাত্রী প্লেনে ওঠার সময় অনেক সময় প্লেন থেকে সংশ্লিষ্ট যাত্রীকে নামিয়ে এনে তাদের পাসপোর্ট, ভিসা চেক করার নামে অফলোড করে হয়রানি করা হচ্ছে।
সূত্র জানায়, বিমানবন্দরে সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য বিমানবন্দরে কর্মরত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সিভিল টিমের সদস্যরা বিদেশগামি যাত্রীদের হয়রানি করছে বলে কথা ওঠছে। এর সাথে বিভিন্ন গোয়েšদা সংস্থার কতিপয় সদস্যও যুক্ত হচ্ছে। মোদ্দা কথা আনসার, এপিবিএন পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সংশ্লিষ্ট বিদেশগামি যাত্রীর পাসপোর্ট, ভিসা চেককরার নামে যাত্রীদের হয়রানি করছে। যাত্রীর পাসপোর্ট, ভিসা চেক করার দায়িত্বে নিয়োজিত ইমিগ্রেশন পুলিশ। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিমানবনন্দরের সার্বিক নিরাপত্তা বিধান করবে। কিন্ত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিমানবন্দরের নিরাপত্তা বিধানের নামে বিদেশগামি যাত্রীদের ভিসা, পাসপোর্ট টিকিট চেক করার নামে সাধারণ যাত্রীদের মধ্যে ভয়ভীতি ঢুিকয়ে আতংক সৃষ্টি করছে, যাত্রীদের হয়রানি করছে। শুধু তাই নয়- আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিদেশ ফেরত যাত্রীদেরও কাস্টমস স্লিপ চেক করার নামে হয়রানি করছে বলেও সংশ্লিষ্ট যাত্রীরা অভিযোগ করেছেন।
সূত্র জানায়, সংশ্লিষ্ট একজন বিদেশগামি যাত্রির প্রাথমিক নিরাপত্তা চেকিং, ল্যাগেজে টেগ লাগানো, ইমিগ্রেশন সীল মারা, বোর্ডিং কার্ড এবং শেষ নিরাপত্তা চেকিং বা আইনেস হওয়ার পর যখন যাত্রী বিমানে ওঠবে বা বোর্ডিং ব্রীজ কাউন্টারে অপেক্ষমান ঠিক তখনই যাত্রীদের ভিসা, পাসপোর্ট চেকিং করার জন্য সংশ্লিষ্ট যাত্রীদের ডেকে নিয়ে ফ্লাইট অফলোড করে নোটিশ হাতে ধরিয়ে দেয়া হচ্ছে। পাসপোর্ট জব্দ করা হচ্ছে।
সূত্র জানায, জব্দকৃত পাসপোর্ট ফেরত আনতে মালিবাগ এসবি অফিসে আরেকদফা হয়রানির শিকার হচ্ছে সংশ্লিষ্ট যাত্রীরা। কারন মালিবাগ এসবি অফিস থেকে পাসপোর্ট আনতে যাত্রীদের পান থেকে চুন খসানো হচ্ছে।
এ ব্যাপারে ইমিগ্রেশনের একজন কর্মকর্তা অভিমত ব্যক্ত করে বলেন, সংশ্লিষ্ট যাত্রীর প্রাথমিক, শেষ নিরাত্তা চেকিং, ইমিগ্রেশন সীল মারা, বোডির্ং কার্ড পাওয়াসহ সব প্রসেসিং হওয়ার পর যাত্রীকে প্লেন থেকে নামিয়ে এনে বা বোর্ডিং ব্রীজ এলাকা থেকে নিয়ে এসে ভিসা, পাসপোর্ট চেক করার নামে যাত্রীর ফ্লাইট মিস করানো ,অফলোড করানো আইনত ব্যত্যয়। এতোসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই তো যাত্রীর ভিসা, পাসপোর্ট চেক করার কথা। কিন্ত তা না করে মাঝপথে বা শেষ পথে যাত্রীর পাসপোর্ট ভিসা চেক করার নামে যাত্রীকে ফ্লাইট অফলোড করানো হচ্ছে।