বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশন অথরীটিতে উপপরিচালক(প্রশাসন) পদটি বা এ পদে জনবল পদায়ন কি ব্লাকবল? এ পদে যে কর্মকর্তাকে পোস্টিং দেয়া হয় তিনি পিআরএল-এ না যাওয়া পর্যন্ত ওই পদেই কর্মরত থাকেন। এতে জবাবদিহিতা, স্বেচ্ছাচারিতাভাব বেড়ে যায়, দুর্নীতি করার প্রবণতা চরমভাবে বৃদ্ধি পায়, দুর্নীতিকে আশ্রয়-প্রশত্যয় দেয়ার প্রবোণতায় কম যায় না। এই পদে বসে নিয়োগ বাণিজ্য, পোস্টিং বাণিজ্য, পদোন্নতি বাণিজ্য, হজ¦ বাণিজ্য, টেন্ডার বানিজ্যসহ রমরমা বাণিজ্য চলে বলেও শোনা যায়। এই পদে যিনি বসে আছেন তাকে অন্য কোথাও বদলির অপশন না থাকায় তিনি অনেকটাই স্বেচ্ছাচার হয়ে ওঠছেন। সাবেক সদস্য প্রশাসন হেমায়েত হোসেন লাগাম টেনে ধরার প্রক্রিয়া শুরু করলেও পরে তা ভেস্তে যায়। ওই পদে কর্মরত ব্যক্তি মন্ত্রণালয় থেকে প্রেষণে সরকারের উপসচিব/ যুগ্মসচিব যারা সিএএবিতে পোস্টিং হয়ে আসেন তাদের ওপরেও অনেক সময় খবরদারি করে থাকেন। ওটা ওই ব্যক্তির দোষ না ,এটা চেয়ারের জোর, ক্ষমতার জোর,স্বেচ্ছাচারিতায় জোর। এ ভাবেই চলছে সিএএবির ডিডি প্রশাসন পদে কর্মরত ব্যক্তির প্রশাসনিক ক্ষমতা। তার দপ্তর থেকে বিভিন্ন সময়ে প্রশাসনিক মূল্যবান পত্রও গায়েব হয়ে যায়। অনেক সময় চেয়ারম্যান মহোদয়কে বরাবর করে ফরওয়ার্ডকৃত পত্রও আমলে নেয়া হয় না। ওই চেয়ারে বসেই সরকারের প্রায় কয়েক কোটি টাকার তহবিল খরচ করা হয়েছে। সংস্থাপন বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব, বর্তমানে দুদক চেয়ারম্যানের একটি প্রশাসনিক আদেশকে বৃদাংগুলি দেখিয়ে ভুতাপেক্ষ তারিখ থেকে সিনিয়রটি দেয়া হয়েছে ইএম বিভাগের ৬ প্রকৌশলীকে। তারা বর্তমানে ভাল পোস্টিংয়ে আছেন। এতে সরকারের কয়েক কোটি টাকা খরচ হয়েছে। অডিট আপত্তিও ধামাচাপা পড়েছে। ডিডি প্রশাসন পদে কর্মরত ব্যক্তিকে নিয়ে গোয়েন্দা রিপোর্টও গায়েব করে দেয়া হয়েছে বলে জানা যায়। ওই পদে কর্মরত ব্যক্তি কাওলার স্টাফ কোয়ার্টারের কবরস্তানের পাশে ১০ কাঠা জমিতে ১০ তালা ভবন নির্মাণ করছেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
সদস্য (নিরাপত্তা) বদলি : মন্ত্রণালয় থেকে প্রেষণে আসা সরকারের অতিরিক্ত সচিব যিনি সিএএবিতে সদস্য (নিরাপত্তা) পদে কর্মরত ছিলেন তাকে গত ৩ সেপ্টেম্বর বদলি করা হয়েছে। সরকারের যুগ্ম সচিব শওকত আলিকে গত ৮ সেপ্টেম্বর এক আদেশে ওই পদে পদায়ন করা হয়েছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)