সিভিল এভিয়েশন : ‘রেড, ইয়েলো, গ্রীন’ জোনে বিভক্ত ঠিকাদারি কাজ

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ সিভিল এভিয়েশনে সিভিল এবং ইএম ঠিকাদারি কাজ ‘ রেড, ইয়েলো এবং গ্রীণ’ জোনে বিভক্ত করা হয়েছে। এ্ রকম একটি তালিকা সদস্য পরিকল্পনার দপ্তর থেকে খসড়া করে তা সংশ্লিস্ট প্রকৌশলীদের দপ্তরে পাঠানো হয়েছে। আর এ জন্য চলতি অর্থ বছরে কার্য তালিকা বা ওয়ার্কার্স প্লান এখনও পাস হয়নি বলে জানা গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ইএম বিভাগের একজন সহকারি প্রকৌশলী জানান, ঠিকাদারি কাজের ওয়ার্কার্স প্লান করার আগে সদস্য পরিকল্পনার দপ্তর থেকে কাজের গুরুত্ব অনুসারে ‘ রেড, ইয়েলো এবং গ্রীণ’ জোনে ভাগ করা হয়েছে। তিনি জানান, রেড মার্ক চিহ্নিত কাজের তালিকার ঠিকদারি কাজ করা হবে না, ইয়েলো মার্ক কাজগুলো বিবেচনা করা হবে আর গ্রীণ মার্ক কাজগুলো এ বছর করা হবে।
ঠিকাদারি কাজের এ রকম গ্রুপ মার্ক করায় ঠিকাদারি কাজের ওয়ার্কপ্লান পাস বিলম্বিত হচ্ছে। আর সংশ্লিষ্ট ঠিকাদারি দপ্তর থেকেও একটু আগেভাগে বা জরুরী কাজ গুলোর ইস্টিমেট সরবরাহ করা, প্রশাসনিক প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আর এতে যথাসময়ে ঠিকাদারি কাজ না হবার সম্ভাবনাই বেশি। ফলে সময়ক্ষেপনের জন্য কাজগুলো পেন্ডিং থেকে যাবে, পরবতী অর্থবছরের অপেক্ষায় পড়ে থাকবে। কাজেই অতিদ্রুত ওয়াকার্স প্লান পাস করে সিএএবির ঠিকাদারি কাজ করানো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বলে অনেকে মনে করেন।