মঙ্গলবার, ১৮ Jun ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবি : ৫ গুরুতর অভিযোগে ডিডি রাশিদার বিরুদ্ধে নতুন করে তদন্ত কমিটি গঠন, ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশ

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনে কর্মরত উপ-পরিচালক ( ট্রেনিং এন্ড সার্টিফিকেশন) রাশিদা সুলতানার বিরুদ্ধে ৫টি গুরুতর অভিযোগে নতুন করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামি ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবার নির্দেশ দেয়া হয়েছে। ১২ জুন সদস্য এটিএম এয়ার কমোডর একেএম জিয়াউল হককে আহবায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন পরিচালক সিএনএস মো. মাহাবুবুর রহমান, উপপরিচালক, পিএসটু চেয়ারম্যান মোহাম্মদ সোহেল কামরুজ্জামান।
এর আগে গত ২৬ মে সদস্য (প্রশাসন) আবু সালে মোহাম্মদ মুছা জংগিকে আহবায়ক এবং উপ-পরিচালক স্টোরস, সেমসু করিম মোল্লাকে সদস্য করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়। আগের গঠিত তদন্ত কমিটি বাতিল করা হয়েছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।