স্টাফ রিপোর্টার : স্বর্ন জব্দ করার পর ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ জব্দকৃত সোনা কোন কোন চালানে মামলা করে না, গত ১৭ ও ১৯ এমন ঘটনা ঘটেছে। ফৌজধারি ধারায় মামলা না করে ডিএম করে সোনা মূল্য্যবান গুদামে রেখে দেয়। কোন কোন ক্ষেত্রে জব্দকৃত সোনার দাবিদার থাকে না, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আবার বিমান থেকে Details