বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কঙ্গোতে বন্যা : ৪৫ জনের মৃত্যু

বিদেশ ডেক্স : বন্যা ও টানা বর্ষণে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকার এ দেশটিতে বন্যার কারনে পাঁচ সহস্রাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ১১ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় রেডক্রস সূত্রের বরাতে আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

কঙ্গোতে গত ৩ জানুয়ারি থেকে টানা বৃষ্টিপাত শুরু হয়। রাজধানী কিনশাসার অধিকাংশ এলাকা অব্যাহত বৃষ্টিপাতে প্লাবিত হয়েছে। কিনশাসার অনেকস্থানের দেয়াল ধসে পড়েছে।রাজধানীর বিভিন্নস্থান ভূমিধস দেখা দিয়েছে।

রাজধানীর বাসিন্দা টিশিমস বাদিবাঙ্গা বলেন, ‘বন্যা ও বৃষ্টিপাতের কারণে আমার বোন তার পাঁচ সন্তানকে হারিয়েছে।আমরা আজ অত্যন্ত মর্মাহত।’

ইভারিস্তি কাজাদি নামের অপর এক ব্যক্তি বলেন, ‘আমার ঘরের কেবলমাত্র কয়েকটি চেয়ার বাকী আছে, বাকি সবকিছু ডুবে গেছে। আমি বাড়িতে না থাকলে আমার সন্তানদের হারাতে হতো।’

তথ্যসূত্র: আল-জাজিরা

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।