বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করলো সৌদি আরব

ডেক্স রিপোর্ট :  করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৪৫ টি দেশ। সৌদি আরবেও পাওয়া গেছে করোনা আক্রান্ত রোগী। এখন পর্যন্ত ৮৬ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে সব আন্তর্জাতিক ফ্লাইট রোববার (১৫ মার্চ) থেকে বাতিল করেছে সৌদি কর্তৃপক্ষ।  সময় টিভি

প্রাণঘাতী করোনাভাইরাস বিস্তার রোধ করতে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। কার্যকর করা হবে রোববার বেলা ১১টা থেকে। শনিবার (১৪ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। রোববার দুপুর ১১টা থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। তবে ‘বিশেষ কারণ’ থাকার ভিত্তিতে কিছু ফ্লাইট চলতে দেয়া হবে বলে খবরে বলা হয়েছে।

এ সময়ের মধ্যে যেসব নাগরিকরা দেশটিতে ফিরতে পারবেন না, তাদের জন্য তা সরকারি ছুটি হিসেবে গণ্য করা হবে। সব আগমনকারীদের ক্ষেত্রে পরীক্ষা ও আইসোলেশনসহ সব ধরনের স্বাস্থ্য প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।