শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
„নির্বাচন পর্যন্ত ইমরান খানই থাকবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স:  পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ২২৪-এ(৪) অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডন

সংবিধানের এই ধারাটিতে বলা হয়েছে, পার্লামেন্ট নেতা এবং বিরোধী দলীয় নেতা তত্ত্বধায়ক সরকার প্রধান কে হবেন তা নিয়ে যদি একমত হতে না পারেন তাহলে প্রধানমন্ত্রীই দায়িত্ব পালন করে যাবেন। প্রাদেশিক সরকার প্রধানের ক্ষেত্রেও একই ধারা প্রযোজ্য।

এর আগে মন্ত্রিপরিষদ সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যেতে বলা হয়েছে।

পাকিস্তান সংবিধানের আর্টিকেল ৯৪ অনুসারে প্রধানমন্ত্রীর উত্তরসুরী না আসা পর্যন্ত প্রধানমন্ত্রীকে দায়িত্ব পালন করে যেতে বলতে পারেন।

 

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।