বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দর : ১ ফেব্রুয়ারি থেকে ৫ ঘন্টা বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল র. আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ কাজের জন্য আগামি ১ ফেব্রুয়ারি থেকে রাতে ৫ ঘন্টা বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ হয়ে যাচ্ছে।রানওয়েকে সম্প্রসারণ তথা ক্যাটাগরি-১-এ উন্নীত করার জন্য সিভিল এভিয়েশন এ উদ্যোগ গ্রহণ করেছে।থার্ড টার্মিনাল আগামি অক্টোবরে উদ্ধোধন করা হবে এবং নতুন করে আরেকটি রানওয়ে বানানোর চিন্তাভাবনাও করছে সিএএবি কর্তৃৃপক্ষ।
ঘটনার সত্যতা স্বীকার করে একজন নির্বাহি প্রকৌশলী জানান, রানওয়েকে ক্যাটাগরি-১-তে উন্নীত করার জন্য আগামি ১ ফেব্রুয়ারি থেকে রানওয়ে সংস্কার কাজ শুরু হবে। আর এ জন্য রাতে ৫ ঘন্টা বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ থাকবে।
এ ব্যাপারে কথা বলতে প্রধান প্রকৌশলীর সেল ফোনে কল করা হলেও ‘আনএ্যাবল’ স্কীনে ভেসে ওঠে। ফলে কথা বলা সম্বভ হয়নি।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।