শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিএএবিতে এক্সটেশনের হিড়িক : সচিব- চেয়ারম্যান-প্রধান প্রকৌশলীর পর পরিচালক সিএনএস! অজুহাত থার্ড টার্মিনাল

স্টাফ রিপোর্টার : সিভিল এভিয়েশনে চাকরি নবায়ন বা এক্সটেনশনের হিড়িক পড়ে গেছে। এ মন্ত্রণালয়ের খোদ সচিব, সিএএবি চেয়ারম্যান এবং প্রধান প্রকৌশলীর পর এবার পরিচালক সিএনএস-এর চাকরি এক্সটেনশনের তদবির চলছে। এই পরিচালকের বাড়ি আবার একটি বিশেষ জেলায়। এই দোহাই এবং শাহজালালের থার্ড টার্মিনালের অজুহাত দেখিয়ে ওই পরিচালকের চাকরি নবায়নের ফাইল এখন প্রধানমন্ত্রীর দপ্তরে বলে জানা যায়। তার চাকরি নবায়ন হয়ে যাবে-এমন কথা সিএএবিতে গুনজন শোনা যাচ্ছে।
পচিালক মোশারেফ হোসেন ইতিপূর্বে শাহজালাল বিমানবন্দরের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে পরিচালক হন, দায়িত্ব পান সিএনএস এন্ড মেইনটেনেন্স। তিনি সিএএবিতে না থাকলে থার্ড টার্মিনাল কাজের মাঝপথে হোচট খেতে পারে। তাছাড়া নতুন পরিচালক আসলে কাজ বুঝতেই লাগবে ৬ মাস। তাকে ছাড়া যেন থার্ড টার্মিনাল পূর্নতা পাবে না। এমন মানসিকতা থেকে তার চাকরি নবায়নের জন্য আবেদন করা হয়েছে।
এই পরিচালক গত ডিসেম্বরের ৩ তারিখে অবসরে যান।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।