বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
আকাশপথে করোনা বিধিনিষেধ বাতিল করলো সিএএবি কর্তৃপক্ষ

ডেক্স রিপোর্ট : করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে করোনা ভাইরাসের বাধ্যবাধকতা
উঠিয়ে নিয়েছে সিএএবি কর্তৃপক্ষ।
এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারও টিকা দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশে আসতে হতো।

বিধিনিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হতো যাত্রীদের। ২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক।

তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে। এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা টিকা গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।