শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ফেইজবুকে বাবাকে নিয়ে আনিস পুত্র নাভিদুল হকের আবেগঘন স্মৃতিচারণ

ডেক্স প্রতিবেদন  :  ফেসবুকে বাবাকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের পুত্র নাভিদুল হক।

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নাভিদ লিখেন, ‘পরিবারের সুন্দর ভবিষ্যতের জন্য নিরলস ব্যাবসায় মেতে থাকায় তার সঙ্গে আমার খুব বেশি স্মৃতি নেই। একই সময়ে তিনি দেশপ্রেম এবং সুশীল সমাজের একজন সক্রিয় মানুষ ছিলেন। যতো বড় হয়েছি, আমাদের সম্পর্কটা ততোই জোড়ালো হয়েছে। তিনি ছিলেন আমার পরামর্শদাতা, আমার বন্ধু, বস এবং দিক নির্দেশক আলো।’

বাবার কর্মযজ্ঞের সঙ্গে একাত্ম হওয়ার কথা উল্লেখ করে নাভিদ লিখেন, ‘বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের সবচেয়ে সেরা সময়টি কাটিয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার সময় আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। কর্মযজ্ঞ, পরিকল্পনা এবং স্বপ্নের কথা বলার জন্য আমি তার একটি নির্ভরযোগ্য ব্যক্তি ছিলাম। তার সঙ্গে সময় কাটাতে পেরেছেন যেসব ভাগ্যবান, তারা নিঃসন্দেহে তার কথা, তার হাসি, তার বাচনভঙ্গি, তার কবিত্ব এবং স্পর্শকে সারা জীবন আগলে রাখবে।’

নাভিদ আরও লিখেন, ‘তিনি সবসময়ই বলতেন, তিনি স্মরণীয় হতে চান; যখন থাকবেননা তখন যেন সবাই তাকে স্মরণ করে। আব্বু, তুমি যখন বেহেশতে থাকবে তখন লাখ লাখ মানুষ তোমাকে স্মরণ করবে। প্রত্যেকদিন আমি তোমাকে মিস করবো। তোমার মতো একজন কিংবদন্তীকে বাবা হিসেবে পেয়ে আমি ধন্য।’

ফেসবুক অনুসারীদের উদ্দেশ্যে তিনি লিখেন, ‘আপনারা অনেকেই আমার মতো দু:খ ভারাক্রান্ত। আমি অশ্রæসিক্ত চোখে বাবাকে নিয়ে আপনাদের লেখা ফেইজবুক স্ট্যাটাস পড়ছি। বাবাকে আপনারা এত সম্মান, ভালবাসা দেখিয়েছেন, আমি বাবার হয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই আব্বুর জন্য দোয়া করবেন।’ ফেইসবুক

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।