বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ডিজাইন নকল : স্যামসাংকে ৭২ কোটি ডলার জরিমানা

প্রযুক্তি ডেক্স : আইফোনের ডিজাইন নকল করেছে স্যামসাং। এ জন্য তাদেরকে ৭২ কোটি ২০ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আদালত। অভিযোগে বলা হয়েছে আইফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল-এর ডিজাইন নকল করার কারণে স্যামসাংকে পরিশোধ করতে হবে ৫৩ কোটি ৩০ লাখ ডলার। সাত বছর আগের একটি প্যাটেন্ট নকল করেছিল স্যামসাং। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফেডারেল জুরি বোর্ড এ নিয়ে শুনানি করে।

এ সময় এক জোড়া প্যান্টেন্ট ফাংশন ধ্বংস করার জন্য আরো ৫০ লাখ ডলার জরিমানা করা হয়। এ রায়কে অ্যাপলের জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। এ প্রতিষ্ঠানটি আদালতের কাছে যুক্তি তুলে ধরে বলেছে, ওই ডিজাইনটি তাদের আইফোনের জন্য অত্যাবশ্যকীয়। স্যামসাংয়ের পক্ষে আইনজীবী জন কুইন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্ট বিচারক লুকি কো’র আদালতের রায়ের পর বলেছেন, আমরা মনে করি না যে, প্রমাণ দিয়ে অভিযোগকে সমর্থন দেয়া যায়। বৃহস্পতিবার সিলিকন ভ্যালিতে আদালতকক্ষে বিচারক লুসি কো তার রায় পড়ে শোনান। তিনি এ সময় বলেন, ম্যানুফ্যাকচারের আর্টিকেল সম্পর্কে আমাদের সুনির্দিষ্ট উদ্বেগ আছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।