বিমান : আওয়ামী দোসর, ফ্যাসিস্ট দোসর ডিআইজি বাতেনের আপন ভাই জেদ্দা স্টেশন ম্যানেজার সাত্তার ঘুমিয়ে ঘুমিয়ে অফিস করেন!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজার আওয়ামী দোসর, হাসিনার দোসর , ফ্যাসিস্ট দোসর ডিআইজি বাতেনের আপন ভাই ভদ্রতা ও ন¤্রতার লেবাসধারি আব্দুস সাত্তার ঘুমিয়ে ঘুমিয়ে অফিস করেন, অফিসে এমন ঘুমের দৃশ্য সাধারণত দেখা যায় না , কিন্ত আব্দুস সাত্তারের ক্ষেত্রে তা চোখে পড়েছে। এ ঘুমের দৃশ্য আমাদের হাতে এসেছে। দেখা যাচ্ছে তিনি অফিসে গভীর ঘুমে মগ্ন। অফিসের কাজ ফেলে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে অফিস আওয়ার পর করে থাকেন। অফিসকে তিনি নিজের আরাম আয়েসের জায়গা বানিয়ে ফেলেছেন।
টিকিট সিন্ডিকেড নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে। ফেইজবুকে এ নিয়ে সৌদি প্রবাসীরা পোস্ট দিয়ে বলেছেন টিকিট সিন্ডিকেড থেকে তারা মুক্তি চায়, একটা সিংগেল টিকিটের দাম ৮০ হাজার টাকা, তাও ডাইরেক্ট না, এ ভাবে টিকিটের দাম বৃদ্ধি করলে মানুষ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স থেকে অন্য এয়ার লাইন্সে-এর টিকিট সংগ্রহ করবে, আমরা এই সিন্ডিকেড থেকে মুক্তি চাই।
ফ্যাসিস্ট দোসর ডিআইজি বাতেনকে অব্যাহতি দেয়া হলেও তার আপন ভাই আব্দুস সাত্তার এখনও বহাল। সরকারের পতনের এক বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও আওয়ামী দোসর বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার এখনও কর্মরত। তাকে জেদ্দা থেকে সরায় এমন সাধ্য কার?