বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বোমা বিস্ফোরনের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেলেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেক্স : বোমা বিস্ফোরণের হাত থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মুনাগাগওয়া। গতকাল শনিবার এক সমাবেশে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুলাওয়েতে একটি স্টেডিয়ামে আয়োজিত ওই সমাবেশে প্রেসিডেন্ট যখন ভাষণ দিচ্ছিলেন তখন তার খুব কাছে বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় প্রেসিডেন্টকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।

টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ছিলেন প্রেসিডেন্ট। এমন সময়েই বিকট শব্দে বিস্ফোরণ হয়। এই বোমায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বিরোধী দলের ঘাঁটি হিসেবে পরিচিত এলাকাটিতে এটিই ছিল মুনাগাগওয়া’র প্রথম কোনও জনসভায় ভাষণ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।