বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে সোনা ফারুক গ্রেফতার

একুশে বার্তা রিপোর্ট :  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফুটপাত থেকে সোনার গহনা ও বারসহ মো. ফারুক খাঁ (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিমানবন্দরের বহুতল কার পার্কিংসংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত থেকে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় ফারুকের প্যান্টের পকেট থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার এবং ১৩৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।জব্দ স্বর্ণের মোট ওজন ৬০২ গ্রাম।

এ বিষয়ে বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এসএম মিজানুর রহমান বলেন, বিমানবন্দরের মসজিদের সামনে ফুটপাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ফারুক। পরে এপিবিএন গোয়েন্দা দল তাকে জিজ্ঞাসাবাদ করলে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলেন। তখন তাকে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বর্ণের কথা স্বীকার করেন তিনি।

তখন ফারুক তার প্যান্টের পকেট থেকে চারটি সোনার বার ও ১৩৮ গ্রাম ওজনের স্বর্ণালংকার বের করে দেন। তবে এসবের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেফতার হওয়া ওই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।