বুধবার, ১৫ মে ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ন জব্দ বহনকারি যাত্রী আলম গ্রেফতার

এইচএম দেলোয়ার : হযরত শাহজালাল বিমানবন্দরে গার্লফ এয়ার ওয়েজের (জিএফ) ফ্লাইটে আগত এক যাত্রীর কম্বলের ভিতর থেকে ৩ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা কাস্টমস হাউজের সহকারি কমিশনার (প্রিেেভনটিভ) সাইদুল ইসলাম জানান, আলম নামের এক যাত্রী ২০ নভেম্বর সোমবার সকালে বাহরাইন থেকে গালফ এয়ারওয়েজে ( জিএফ-২৪৮) হযরত শাহজালাল বিমানবন্দরে সকাল ৯ টায় অবতরন করেন। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রী গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। জিঙ্ঘাসাবাদে তিনি স্বর্ন বহনের কথা অস্বীকার করেন। পর তার ল্যাগেজ স্ক্যান করে স্বর্নের অস্তিত্ব পাওয়া যায়। কম্বলের ভিতর থেকে ৫৮টি স্বর্নের বার বের করা হয়। যার ওজন ৬ হাজার ৭০০ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৩৫ লাখ টাকা। এসি সাইদুল ইসলাম আরো জানান ,বাহরাইনে সাইকেল মেরামতকারি বন্ধু হায়দার নামের এক ব্যক্তি আলমকে কম্বলটি দেন।
এ ব্যাপারে কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা সুমন সাহা বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত স্বর্ন বহনকারি যাত্রী আলমকে পুলিশে সোপর্দ করা হয়েছে।এবং জব্দকৃত স্বর্ন বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।