কাওলার সিভিল এভিয়েশন স্কুল অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদ করায় : কর্মচারীদের বিরুদ্ধে রাস্তায় ছাত্রছাত্রীদের নামিয়ে মানব বন্ধন: প্রতিবাদে কর্মচারীদের সমাবেশ আহবান : মুখোমুখি ছাত্র-শিক্ষক-কর্মচারীরা, শিক্ষার পরিবেশ বিঘিন্ত

স্টাফ রিপোর্টার : কাওলার সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ’র বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ভর্তি বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারিদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি কোেটা পূরণ না করে বহিরাগতদের ভর্তি করা, ভতি ফি বেতন বৃদ্ধি করা-ইত্যাকার নানা অভিযোগের প্রেক্ষিতে গত ২১ জানুয়ারি সিএএবি কর্মচারিরা মানব বন্ধন ও সমাবেশের ডাক দেয়। কিন্ত সিএএবির উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে তা স্থগিত করা হয়। কিন্ত ২২ জানুয়ারি হঠাত করে স্কুলের অধ্যক্ষর নেতৃত্বে কোমলমতি ছাত্রছাত্রীদের কর্মচারিদের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দেয়া হয়। ছাত্র-ছাত্রী সমাবেশ থেকে কোন কোন কর্মচারির নাম ধরে প্লেকার্ড ব্যানার বহন করা হয়, শ্লোগান দেয়া হয়। এতে করে স্কুলে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে।
এর প্রতিবাদে কর্মচারিরা ২৩ জানুয়ারী সমাবেশের ডাক দিয়েছে। সকাল ১১ টায় সিএটিসির সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, স্কুলের অধ্যক্ষ’র অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে কর্মচারিরা সিএএবি চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেন। চেয়ারম্যান মহোদয় সমাধানে আশ^াস দিলে পরবর্তীতে তা ভেস্তে যায়।