প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৪.০১.২০২৫ ইং এবং ০৯.০১.২০২৫ ইং তারিখে ‘একুশে বার্তা’র অনলাইনে ‘রাজশাহি শাহ মগদুম বিমানবন্দরের ম্যানেজার গোপালি বধূ দিলারা পারভীনের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ভেস্তে গেছে’ এবং ‘বেবিচক ‘কম্ভুকর্ন’ : রাজশাহি এয়ারপোর্টের ম্যানেজার দিলারা পারভীন এখনও বহাল, রহস্যজনক কারণে তাকে বদলি করা হচ্ছে না, বেবিচক চেয়ারম্যানের সরাসরি হস্তক্ষেপ কামনা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন রাজশাহি বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভীন। প্রতিবাদপত্রে প্রকাশিত সংবাদকে তিনি অসত্য, বিভ্রান্তিমুলক বলে দাবি করেছেন।