ডেস্ক রিপোর্ট:বিমানবন্দর সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। তখন তাকে নিরাপত্তাকর্মীরা জানান, সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হচ্ছে না। তাই তাকে দেশে থাকতে হবে।
পরে তিনি বিমানবন্দর থেকে বাসায় চলে যান। তবে ইমিগ্রেশন সম্পন্নের পর হঠাৎ এমন নির্দেশনা কেন জারি করা হলো সে বিষয়ে কোনো স্পষ্ট কারণ জানাতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ।