বেবিচক : কক্সবাজার প্রজেক্টে রোজেনভাওয়ার-এর বদলে নিম্নমানের গাড়ি কেনার পায়তারা: টেন্ডার বাতিল, পুন: টেন্ডার

স্টাফ রিপোর্টার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচকের কক্সবাজার বিমানবন্দরের প্রজেক্টে ফায়ারের জন্য দামী ব্যান্ডের রোজেনভাওয়ার গাড়ি কেনার দরপত্র আহবান করেও তা বাতিল করে পুন: টেন্ডারে চায়নার তৈরি নিম্নমানের গাড়ি কেনার পায়তারা করা হচ্ছে। পুন: টেন্ডারে বিএনপির সাথে সম্পৃক্ত তিন কর্তাব্যক্তির প্রতিষ্ঠান এই নিম্নমানের গাড়ি সরবরাহ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ইতিমধ্যেই আগের টেন্ডার বাতিল করে পুণ: টেন্ডার আহবান করা হয়েছে।
সূত্রমতে, কক্সবাজার বিমানবন্দরে ১টি রোজেনভাওয়ার গাড়ি আছে এবং আরো ২টি রোজেনভাওয়ার গাড়ি কেনার জন্য বেবিচক দরপত্র আহবান করে। দরপত্রে অংশ নিয়ে এ্যারোনেস ইন্টারন্যাশনাল গাড়ি কেনার কাজ পায়। এ্যারোনেস লোকাল এজেন্ট, আগে লোকাল এজেন্ট ছিল নাভানা, নাভানা ইতিমধ্যেই ১টি রোজেনভাওয়ার গাড়ি সরবরাহ করেছে। সেটি বর্তমানে কক্সবাজার বিমানবন্দরে ফায়ারে সক্রিয়।
লোকাল এজেন্ট দরপত্রে অংশ নিয়ে এই দামি গাড়ি কেনার কাজ পেলেও বেবিচকের বিদায়ী চেয়ারম্যান ও বর্তমান কর্মরত মেম্বার অপস -এর দিকনির্দেশনায় আগের দরপত্রটি বাতিল করে পুন: টেন্ডার আহবান করা হয়েছে।
পুন: টেন্ডারে বিএনপির তিন নেতা দামী গাড়ি রোজেনভাওয়ার-এর বদলে চায়নার তৈরি নিম্নমানের গাড়ি সরবরাহের প্রক্রিয়া করছে বলে জানা যায়।