বেবিচক : কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর দুর্নীতির মামলা: হাসান জহির আবার সাসপেন্ড হতে যাচ্ছেন, উচ্চ আদালতের আদেশ স্থগিত : রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলীর ১০ মাস পর আবার স্বশরীরে হাজিরা শুরু; মামলার সাক্ষী দুদকের উপপরিচালক মাহবুবুল হক সাক্ষ্য দিতে আদালতে বার বার অনুপস্থিত

স্টাফ রিপোর্টার : বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর দুর্নীতি মামলায় সাবেক ম্যানেজার হাসান জহির উচ্চ আদালতের আদেশে এতোদিন বেবিচকে চাকরি করে আসছেন। এবং আদালতে মামলার হাজিরা থেকেও অব্যাহতিতে ছিলেন। কিন্ত উচ্চ আদালত সাসপেনসন আদেশ প্রত্যাহার করায় গত ১০.০৮.২০২৫ তারিখে তিনি আদালতে হাজিরা দিয়েছেন। বেবিচক তাকে আবার সাসপেন্ড করার প্রক্রিয়া শুরু করেছেন, তার ফাইল তলব করেছে বেবিচক প্রশাসন। আবার তিনি (হাসান জহির, সাবেক ম্যানেজার , কক্সবাজার বিমানবন্দর) সাসপেন্ড হতে যাচ্ছেন। অন্যান্য আসামী বেবিচকের বিভাগীয় মামলা প্রত্যাহার করায় চাকরি করছেন।
এ দিকে বেবিচক কর্তৃপক্ষ সাসপেন্ড প্রত্যাহার করে রুটিন দায়িত্বের প্রধান প্রকৌশলী করায় প্রকৌশলী শহিদুল আফরোজ গত ১০ মাসে কমপক্ষে ৫টি তারিখের হাজিরায় স্বশরীরে হাজিরা দিতে আদালতে হাজির হননি। কিন্তু এবার তাকে আবার ওএসডি করায় গত ১০.০৮.২০২৫ তারিখে আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিয়েছেন বলে জানা যায়।।