বেবিচক : অবশেষে সদস্য প্রশাসনকে বদলি: যুগ্ম সচিব নাজমুল হককে বেবিচকের নয়া সদস্য হিসেবে প্রেষণে বদলি, প্রঙাপন জারি

স্টাফ রিপোর্টার: অবশেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ–বেবিচকের সদস্য প্রশাসন, যুগ্ম সচিব আবু সালেহ মো: মহিউদ্দিন খা, এনডিসি(৬৭৮৩)কে বদলি করা হয়েছে, এ সংক্রান্ত জন প্রশাসন মন্ত্রণালয় থেকে প্রঙাপন জারি করা হয়েছে। তাকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব করা হয়েছে। ইতিমধ্যেই বেবিচকে এ খবর চাউড় হয়েছে যে, বেবিচকের সদস্য প্রশাসনকে বদলি করা হয়েছে।
এ দিকে সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ নাজমুল হককে (১৫৭৯৮) প্রেষণে বেবিচকের নয়া সদস্য হিসেবে বদলি করা হয়েছে। কিন্ত তাকে সদস্য এডমিন না সদস্য অর্থ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে-তা প্রঙাপনে উল্লেখ করা হয়নি।
২৮ আগস্ট এ সংক্রান্ত প্রঙাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রঙাপনে স্বাক্ষর করেছেন যুগ্ম সচিব আবুল হায়াত মো: রফিক।
উল্লেখ্য, বেবিচকের সদস্য প্রশাসন ও সদস্য অর্থকে নিয়ে ‘একুশে বার্তার’ অনলাইন সংস্করণে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বৈষম্য বিরোধী কর্মচারিরাও এই দুই ক্যাডার কর্মকর্তার বদলি দাবি করে বেবিচকে ব্যানার টানিয়ে প্রতিবাদ করে। কিন্ত সদস্য প্রশাসনকে বদলি করা হলেও সদস্য অর্থ এখনও বেবিচকে বহাল।
এ দিকে বেবিচকের সদস্য প্রশাসনকে বদলি করায় বেবিচকের প্রশাসন শাখায় খুশির বন্যা বয়ে যাচ্ছে।

এ দিকে বেবিচকের সদস্য অর্থ’র বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে  অর্থ  উপদেষ্টা বরাবর অভিযোগ দায়ের করা হলেও আওয়ামী দোসর এই সদস্যকে বেবিচক থেকে এখনও বদলি করা হয়নি। তিনি নাকি একজন বিএনপির বড় মাপের নেতার সান্নিধ্য পেতে যাচ্ছেন।

প্রজ্ঞাপন