সামরিক হেলিকপ্টারে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা

ডেক্স রিপোর্ট : জনগণের প্রবল বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতের আগরতলায় গিয়েছেন শেখ হাসিনা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভুত পরিস্থিতিতে গত ৪ আগস্ট  রবিবার রাতে গণভবনে একাধিক বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকেই তিনি ক্ষমতা ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এ ছাড়া একাধিক বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকে তাকে অবিলম্বে পদত্যাগ করার পরামর্শ দেওয়া হয়। আজ ৫ আগস্ট  সোমবার দুপুরের পর থেকেই খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

আজ ৫ আগস্ট  সোমবার ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন ছেড়ে হেলিকপ্টারে ভারতের উদ্দেশে রওনা দেন হাসিনা ও তার বোন শেখ রেহানা।সূত্রের খবর, আগরতলায় অসম রাইফেলসের শিবিরে হাসিনাকে নিয়ে নেমেছে সামরিক হেলিকপ্টার। সেখান থেকে কলকাতার সেনা সদর ফোর্ট উইলিয়ামে আসতে পারেন মুজিব কন্যা। আমাদের সময়