শনিবার, ১১ মে ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : সিএটিসি পরিচালকের পিএকে হয়রানিমুলক বদলি : ৮ কম্পিউটার কেনাকাটায় অনিয়মের অভিযোগ!

বিশেষ সংবাদদাতা : করোনকালিন এই মহা দুর্যোগের মধ্যেও সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার (সিএটিসি)’র পরিচালক ওহিদুর রহমানের পিএ মো. জাহাংগীর হোসেন মিয়াকে সিলেট বিমানবন্দরে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ৮ কম্পিউটার কেনাকাটায় অনিয়মের অভিযোগ পেয়ে পরিচালক তাকে বদলি করেছেন বলে শোনা যায়। কিন্ত পিএ জাহাংগীর বলে বেড়াচ্ছেন তাকে হয়রানিমুলক বদলি করা হয়েছে।
সিএএবি সূত্রে জানা যায়, ইতিপূর্বেও পিএ জাহাংগীরকে সিএটিসি থেকে বদলি করা হয়। কিন্ত সাবেক পরিচালকের মহানুভবতায় আবার তাকে পুনর্বহাল করা হয়। ফরিদপুরের নগরকান্দার ছেলে জাহাংগীর একজন নিরাপত্তা গার্ড হিসেবে সিএএবির চাকরিতে প্রবেশ করেন। বিএনপির সাবেক মহাসচিব মরহুম ওবায়দুর রহমানের সুপারিশে চাকরি দেয়া হয় বলে জনশ্রুতি রয়েছে। চাকরি পাবার পর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দওে ডিউটি করার সুবাধে রাতারাতি মানব পাচারে সিদ্ধ হয়ে বহু বিত্তবৈভবের মালিক হয়েছেন, থাকেন উত্তরার অভিজাত এলাকায়। ২১ নারি ও শিশু পাচার মামলার আসমি হয়েও মামলা থেকে এক পর্যায়ে খালাস পান বলে জাহাংগীর নিজেই জানান। চাকরির গ্রেড বদল করে হয়ে যান পরিচালকের পিএ।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।