ডেক্স রিপোর্ট:কক্সবাজার বিমানবন্দরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা ব্যর্থ করেছে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা। ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া গেছে ৫ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে কক্সবাজার বিমানবন্দরের হোল্ড লাগেজ স্ক্যানিং মেশিনে এ ঘটনাটি ঘটে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS-144) এক যাত্রী মো. জাকির হোসেন বোর্ডিং পাস সংগ্রহের পর তাঁর লাগেজ স্ক্যান করার সময় স্ক্যানার অপারেটর শান্তলাল বৈদ্যের চোখে পড়ে সন্দেহজনক চিহ্ন। পরবর্তীতে ব্যাগের ভেতরে থাকা দুটি ক্রিকেট ব্যাট পরীক্ষা করে দেখা যায়, এর নিচের অংশে বিশেষভাবে গোপন রাখা হয়েছে ইয়াবার চালান।
সিভিল এভিয়েশন সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ৫০০ গ্রাম। ঘটনাস্থলে কক্সবাজার সদর থানা পুলিশ উপস্থিত হয়ে ব্যাট খুলে ইয়াবা উদ্ধার করে। আটক দুইজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, আটক দুইজন হলো—মাদারীপুর জেলার শিবচর উপজেলার বেঙ্গুচর গ্রামের ০৭ নং ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় মো. কবির খানের ছেলে মো.জাকির হোসেন (২১)। তার সাথে ছিল বরিশাল জেলার সদর উপজেলার রুপাতলী হাউজিং এলাকায় মকবুল আহমেদ আকেনন্দের ছেলে তানভীর আহমেদ (২৮)।
কক্সবাজার সদর থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।