শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
টিএসসিতে ছাত্র অধিকারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা, আহত ২৫

ডেস্ক রিপোর্ট : শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌঁনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র অধিকার পরিষদ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদযাপন করতে গেলে তাদের ওপর হামলা করে ছাত্রলীগ। গুরুতর আহত  ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছাত্রলীগ দাবি করেছে, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র অধিকারের হামলার ঘটনা ঘটেছে। দ্য ডেইলী স্টার

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে নেতাকর্মীরা টিএসসি আসার আগেই সেখানে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। এ সময় ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা পিছু হটতে থাকলে তাদের ওপর অতর্কিতে হামলা শুরু করে ঢাবি ছাত্রলীগের নেতাকর্মীরা। কালবেলা

হামলায় আহত ছাত্র অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ জানান, ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টিএসসিতে আমাদের পূর্ব নির্ধারিত কেক কাটা ও র‌্যালির কর্মসূচি ছিল। আজ সকালে আমাদের নেতাকর্মী র‌্যালি বের করার জন্য টিএসসিতে জড়ো হয়। আমরা এসে দেখি ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে টিএসসিতে মহড়া দিচ্ছে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি বের করতে চাইলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় আমাদের ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মানবজমিন

এর মধ্যে গুরুতর আহতরা হলেন- ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, আখতার হোসেন (২২), মামুনুর রশিদ (২৫), নুসরাত তাবাসসুম(২৫), ইব্রাহিম নিরব (২৩), সম্রাট হোসেন (২৫),  সাব্বির হোসেন (২২), রুবেল হোসেন(২৬), মাসুম বিল্লাহ (২৩), ফয়সাল মোল্লা (২৫), রহমত উল্লাহ (২৩)।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন,  ছাত্রলীগের নেতা কর্মীরা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েক ধাপে হামলা চালায়। ঢাবি ছাত্রলীগের সভাপতি  ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা হয়েছে।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুসারীরা টিএসসিতে একটি আনন্দ মিছিল করেছে। খেলাধুলা হারাম বলে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এ ঘটনায় মর্মাহত। যারা খেলাধুলাকে হারাম বলে এটি আমাদের সংস্কৃতির ওপর আঘাত।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।