স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি মো. হাবিবুর রহমান ১৫ আগস্ট শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় হদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে টাংগাইল মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ( ইন্না—— রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ২ কন্যা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার স্মৃতিচারণ করেন ঘাটাইল থানা মুক্তিযোদ্ধা কমান্ড-এর ২ সাবেক কমান্ডার, ঘাটাইল সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। তাকে দুই দফা নামাজে জানাজা শেষে ঘাটাইলের কুশারিয়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।