বেবিচক : প্রকৌশল ইএম বিভাগের প্রকৌশলী এনামুল কবীর ১৭ বছর ঢাকার বাইরের স্টেশনে! এক কিডনী নিয়ে বেচে থাকা এনামুলকে আবারও পদ ছাড়াই যশোহরে পদায়ন : তার বড় ভাই প্রকৌশলী সেলিম ১০ বছর ঢাকার বাইরে

স্টাফ রিপোর্টার: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের- বেবিচকে প্রকৌশল বিভাগে চলছে তুঘলকি কান্ড। কাউকে ঢাকার বাইরে বদলি করা হচ্ছে না আবার কাউকে ১৭ বছর, কাউকে ১০ বছর ধরে ঢাকার বাইরে বদলি করা হচ্ছে। আবার কোন কোন প্রকৌশলীকে ঢাকায় বসে ৪/.৫টি বিমানবন্দর তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে। প্রকৌশল ইএম বিভাগের দুই দফা বদলির প্রঙাপনে এমন চিত্র ফুটে ওঠেছে।
খোজখবর নিয়ে জানা গেছে, ইএম বিভাগের সহকারি প্রকৌশলী, বোর্ড স্ট্যান্ড করা ছাত্র এনামুল কবীরকে ১৭ বছর ধরে ঢাকার বাইরের স্টেশনে বদলি করা হয়েছে। এক কিডনী নিয়ে বেচে থাকা এই এনামুল কবীরকে এবার আবার যশোহর বিমানবন্দরে বদলি করা হয়েছে, যদিও যশোহর বিমান বন্দরে ‘সহকারি প্রকৌশলী ইএম-’এর কোন পদ নেই।
এ দিকে এনামুল কবীরের আপন সহোদর বড় ভাই সহকারি প্রকৌশলী, মেধায় প্রথম হওয়া মাহমুদ হাসান সেলিমকে ঢাকার বাইরে ১০ বছর বদলির পর এবার তাকে ইএম-২-এ বদলি করা হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পরের কিস্তিতে-