শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৮:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সালাহউদ্দিন-সালাম সম্মিলিত পরিষদের ৭ দফা ইশতেহার ঘোষণা

খেলা ডেক্স :  বাফুফের কার্যকরী নির্বাচন ২০২০ উপলক্ষে জাতীয় দল, ঘরোয়া ফুটবল, মহিলা ফুটবল, উন্নয়ন প্রকল্প এবং টেকনিক্যাল সেক্টরে আকাশচুম্বী ইশতেহার প্রদান করলেন সালাউদ্দিন-মুর্শেদী সম্মিলিত প্যানেল। ২০১৬ সালে দেয়া ২৫ দফার ২০ টিই পূরণ করতে ব্যর্থ হলেও আবারও বড়সড় আয়োজন নিয়েই রোববার রাজধানীর একটি হোটেলে ইশতেহার ঘোষণা করলেন সালাউদ্দিন- মুর্শেদী প্যানেল।
ঘরোয়া ফুটবলের সুনির্দিষ্ট পঞ্জিকা তৈরি করাও এবারের নির্বাচনি প্রতিশ্রুতি। ঘরোয়া ফুটবলে খেলোয়াড় রেজিস্ট্রেশন ও দলবদল ডিজিটাইলাইজ করার উদ্যোগ গ্রহণ করা হবে।

] নারী ফুটবল দল নিয়েও ইশতেহারে আছে আলাদা ৪ দফা পরিকল্পনা। উদ্যোগ নেয়া হবে আন্তজার্তিক মানের ফুটবল স্টেডিয়ামের সংখ্যা বৃদ্ধিতে।
] আগামী ৩ অক্টোবর ১৩৯ জন কাউন্সিলর এর প্রত্যক্ষ ভোটে ৪ বছর মেয়াদি বাফুফে কার্যকরী কমিটি নির্বাচিত হবে।

 

 

 

 

 

 

 

 

 

+

 

 

 

 

 

 

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।