বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
১ কোটি ২০ লাখ টাকার পণ্য পাচার : কুরিয়ার শুল্কায়নের এসিসহ সব কর্মকর্তা বদলি

স্টাফ রিপোর্টার : ঢাকা কাস্টসমস হাউজের কুরিয়ার শুল্কায়ন গেট দিয়ে ১ কোটি ২০ লাখ টাকার পণ্য পাচার ঘটনায় সেখানে কর্মরত সহকারি কমিশনার (এসি) মুনমুন আকতার দীনাসহ সব কাস্টমস কর্মকর্মাকে একযোগে বদলি করা হয়েছে।
এ দিকে এ ঘটনায় জড়িত ‘এক্স গ্রুপ এবং পিচ্চি গ্রুপ’ এখনও ধরাছোয়ার বাইরে। পুলিশি তদন্তের নামে নীরিহদের হয়রানি করছে আর রাঘল-বোয়ালদের টিকিটিও স্পর্শ করতে পারছে না বলে ব্যবসায়ীরা বলে বেড়াচ্ছেন। কোটি টাকার পণ্য পাচারের আগে প্রতি সপ্তাহে ২/৩টি কনসালমেন্ট এভাবে পাচারের বিষয়টি তদন্ত সংস্থা খতিয়ে দেখছে। এনটন মুন্না এখও আইনের আওতায় আসেনি বলে জানা গেছে। আশকোনার আলামিনের ঢেরা থেকে কোটি টাকা পণ্য জব্দ করা হলেও পিচ্চি আলামিন এখন পুলিশি ধরাছোয়ার বাইরে, কাস্টমস ফৌজদারি ধারায় মামলা করেনি। কুরিয়ারের রাঘব-বোয়ালরা আবার সক্রিয় হচ্ছে বলে গোয়েন্দারা জানতে পেরেছে। বদরুল দূওে বসে এনটিনা ফিট করছে বলে শোনা যায়।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।