মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন : সহকারি প্রকৌশলী (ইএম) শাহিনুর আলমকে দুদকে তলব সংক্রান্ত রিপোর্টের ব্যাখ্যায় যা বললেন

চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে (ইএম) বিভাগে কর্মরত সহকারি প্রকৌশলী শাহিনুর আলমকে দুদকে তলবের ব্যাপারে একুশ শতকের কাগজ ‘একুশে বাতর্’ার অনলাইন সংস্করনে প্রকাশিত রিপোর্টের মৌখিক ব্যাখ্যায় জানান, ২০১৬ সালে একাধিক প্রকৌশলীর সাথে আমাকেও দুদক তলব করে। আমি এ ব্যাপারে সিভিল এভিয়েশন প্রশাসন শাখায় আমার স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করেছি। এরপর দুদক আর আমাকে তলব করেনি। উচ্চ পর্যায়ে তদবিরের ব্যাপারে তিনি জানান, তদবির তো সবাই করে, আমিও করছি। তিনি জানান, চাকরিতে পদোন্নতি হয়েছে, সহকারি প্রকৌশলী হয়েছি, বিএসসি কোর্স সম্পন্ন করেছি, ২৩ বছর চাকরি চলছে, আর ২ বছর হলে অর্থাৎ চাকরি ২৫ বছর হলে চাকরি ছেড়ে দেব। চাকরিতে ২০১১ সালের নবনিয়োগের এবং ১৯৯৬ সালের সিনিয়রটির ব্যাপারে প্রকৌশলী শাহিন জানান, এ ব্যাপারে ৬ জনের যা হবে আমারও তাই হবে, এ ব্যাপারে আমার কোন টেনশন নেই।
উল্লেখ্য, প্রকৌশলী শাহিনুর আলম ১৯৯৬ সালে উপসহকারি প্রকৌশলী (ইএম) পদে সিএএবিতে ব্রোর্র্ডিং ব্রীজ প্রকল্পে যোগদান করেন। প্রকল্প মেয়াদ শেষে চাকরি শেষ হয়ে যায়। পরে ২০১১ সালে আবার ওই পদে নবনিয়োগ পান। কিন্ত তার সিনিয়রটি কাউন্ট করা হচ্ছে ১৯৯৬ সাল থেকে । এ ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি লংঘিত হচ্ছে। কিন্ত সিএএবি প্রশাসন এ ব্যাপারে নীরব।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।