মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৪ জানুয়ারি বৃহস্পতিবার সাফ ফুটবল চ্যাম্পিয়ন নারী দলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

খেলাধূলা ডেক্স : সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ৪ জানুয়ারি বৃহস্পতিবার মারিয়া মান্ডার দল ও দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে গণভবনে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়ন দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন শামসুন্নাহার।

সংবর্ধনার পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে ১ লাখ টাকা। গণভবনে বৃহস্পতিবার বিকাল ৩টায় শুরু হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্রীড়া প্রেমের কথা কারও অজানা নয়। সুযোগ পেলেই খেলার মাঠে চলে যান তিনি। এবার দেশের জন্য সম্মান এনে দেওয়া মারিয়া বাহিনীও তার স্নেহধন্য হতে যাচ্ছে।

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।