বুধবার, ১৫ মে ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঘূর্নিঝড় ‘ফনি’ : ৪ মে’র এইচএসসি পরীক্ষা ১৪

ডেক্স রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে এইচএসসি ও সমমানের ৪ মে’র  নির্ধারিত পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ১৪ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এ তথ্য জানান। ৪ মে  সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা হওয়ার কথা ছিল। আর বিকালে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) পরীক্ষা হওয়ার কথা ছিল। গত ১ এপ্রিল সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ১১ মে।

এরপর ১২ থেকে ২১ মে’র মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘ফণী’ আজ ভারতের ওড়িশা হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। এ জন্য উপকূলীয় ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা।

 

এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।